Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চল

পাহাড় জুড়ে উৎসবের আমেজ, বলী খেলায় কাঁপবে খাগড়াছড়ি

 স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি যেন প্রস্তুত এক ঐতিহ্যের উৎসব মুখর দিন রঙ্গিন করতে। ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে চলঝে শেষ মুহূর্তের তোড়জোড়। ঐতিহ্যবাহী বলী খেলা নিয়ে জেলার মানুষের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে। শক্তি, সাহস আর সংস্কৃতির সম্মিলনে আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতা এবার পেতে যাচ্ছে আরও জাঁকজমক ও মর্যাদার ছোঁয়া।

 

আগামীকাল ১০ জুন ২০২৫, বিকাল ২টায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে গৌরবময় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই বলী খেলা।

 

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

শুভ উদ্বোধন করবেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।পাহাড়ের নারী নেতৃত্বের শক্ত প্রতীক হিসেবে যিনি নিজেই এক অনুপ্রেরণা।

 

প্রতিযোগিতা যেখানে শক্তি ও ঐতিহ্য মুখোমুখি:
এই বলী খেলা শুধুই ক্রীড়া নয়—এটি এক সাংস্কৃতিক রূপকথার বাস্তব মঞ্চায়ন। বাংলাদেশের সেরা পুরুষ ও মহিলা বলীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি হবে একেবারে শ্বাসরুদ্ধকর।

 

বিশেষ আকর্ষণ:
মহিলা বলীদের প্রতিযোগিতা, যারা প্রথমবারের মতো বলীর রিংয়ে নেমে দেখাবেন অসাধারণ শক্তি ও কৌশল।

দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও উপহার, যার মধ্যে রয়েছে র‍্যাফেল ড্র, শিশুদের উপহার এবং আরও নানা চমকপ্রদ আয়োজন।

 

পারিবারিক বিনোদন ও সংস্কৃতির উৎসব :
খাগড়াছড়ি বলী সংগঠনের এই দ্বিতীয় আয়োজন শুধু বলী খেলায় সীমাবদ্ধ নয়। এটি হয়ে উঠছে এক সাংস্কৃতিক উৎসব, যেখানে থাকবে—নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিবিড় তত্ত্বাবধান।

 

“এই বলী খেলা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আজকের তরুণ প্রজন্মের কাছে তা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য,” – বললেন খাগড়াছড়ি বলী সংগঠনের প্রতিনিধি বাবুধন বলী।

 

এ ছাড়াও“বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ এবার নতুন দিগন্ত উন্মোচন করবে,” — তিনি যোগ করেন।
শুধু খেলা নয়, এটি এক ঐতিহ্যের উৎসব, এক গর্বের মুহূর্ত।

Related Articles

Back to top button