মানিকছড়িতে ভিক্ষুকের মাঝে গরু বিতরণ
মোঃ মোকতাদের হোসেন , চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি : সমাজ সেবা অধিদপ্তরের “ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম কর্মসূচীর আওতায়” খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ৪ জন ভিক্ষুকের হাতে এককালীন অনুদান হিসেবে চারটি গরু বিতরণ করেছে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।
৪ সেপ্টেম্বর ২০২২ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাজ সেবা অধিদপ্তরের ” ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম কর্মসূচীর আওতায় ” উপজেলার চার ইউনিয়নের ৪ জন ভিক্ষুকের হাতে এককালীন অনুদান হিসেবে চারটি গরু বিতরণ করা হয়েছে।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন ও উপকার ভোগী মো. হারুন মিয়া, মো.কালা মিয়া, ফজর ভানু ও মো. শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।