Breakingসারাদেশ

মানিকগঞ্জে কোভিডে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

মানিকগঞ্জ, চেঙ্গী দর্পন প্রতিবেদক : মানিকগঞ্জে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪ জন। তবে সুস্থ হয়েছেন ৮৬৯ জন। সোমবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় । এরপর ধীরে ধীরে পুরো জেলায় করোনায় সংক্রমণের হার বাড়তে থাকে। এ পর্যন্ত জেলার সাতটি উপজেলায় ৮ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১ হাজার ২৪ জনের করোনা শনাক্ত হয়।

গত মে এবং জুন মাসে জেলায় কোভিডে সংক্রমিতের হার সবচেয়ে বেশি ছিল। করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় গত ১৩ জুন মানিকগঞ্জের সাতটি এলাকা ‘রেড জোন’ ঘোষণা করে জেলা প্রশাসন। এতে আক্রান্তের হার কমে আসলে ৪ জুলাই এসব এলাকাকে ‘ইয়েলো জোন’ ঘোষণা করা হয়।

সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে ১৪ জন মারা গেছেন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৬৯ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্তদের মধ্যে ১৫৫ জনের মধ্যে ১১ জন জেলা সদর হাসপাতাল এবং একজন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। কোভিডে আক্রান্ত ১৪১ জন নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, জেলায় কোভিড-১৯ এ আক্রান্তের হার কমেছে। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

Related Articles

Back to top button