Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিরাজনীতিসারাদেশ

বাঘাইছড়িতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঘাইছড়ি , রাঙ্গামাটি  : জেলার বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

 

১১ ফেব্রুয়ারী শনিবার সকালে বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুনরায় শাহরিয়ার হোসেন ও জগৎ দাশকে সভাপতি সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি)।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় । এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী।

 

অন্যান্যদের মধ্যে শেখ ফজলে নাঈম, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি (দায়িত্বপ্রাপ্ত, চট্টগ্রাম বিভাগ), মোঃ সাইফুর রহমান সোহাগ সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি (দায়িত্ব প্রাপ্ত চট্টগ্রাম বিভাগ), বৃষকেতু চাকমা সভাপতি বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সাবেক চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা। মোঃ জমির হোসেন মেয়র বাঘাইছড়ি পৌরসভা। নুর মোহাম্মদ কাজল সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা উপস্থিত ছিলেন ।

 

প্রথম অধিবেশন শেষে কোন প্রতিদ্ধন্ধী প্রার্থী না থাকায় পুনরায় বতর্মান সভাপতি শাহরিয়ার হোসেনকে সভাপতি ও জগৎ দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button