Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদার করণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি  :
জেলার পানছড়ি উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদার করণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ জুলাই ২০২৩ বুধবার সকাল ১১ টায় উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির আয়োজনে লিডারশীপ টু এনসিওর এড্কুয়েট নিউট্রিশন ( লিন) প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ সভাপতিত্ব করেন।

 

গোল টেবিল বৈঠকে শিশুদের জন্ম নিবন্ধন, ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো ,মাতৃকালীন সময়ে গর্ভবতী মায়ের সেবা, জন্মের পর নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, আয়োডিন যুক্ত লবনের কার্যকারীতা , বাল্য বিবাহের কুফল ও প্রতিরোধ, পুষ্টিকর খাবার উৎপাদন ও বাজার জাতকরণ সহ পার্বত্য জেলার তুলনামুলক পুষ্টি চিত্র তুলে ধরা হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোাসেন শামীম , ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, লিন উপজেলা কো অর্ডিনেটর ডরথী চাকমা সহ উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্যগন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button