থানচিতে মাসিক সমন্বয় ও আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,থানচি ,বান্দরবান:
বান্দরবানের থানচিতে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃংঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী ২০২৫, বুধবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বে সভা এ অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মসফিকুল রহমান, চার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,এনজিও কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় অন্তবর্তী সরকারের ধারাবাহিকতা গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নের উপর যথার্থ বাস্তবায়নের সহযোগীতা দেয়ার এবং বর্তমান সময়ের পাহাড়ে আইন শৃংঙ্খলার রক্ষার্থে আইন শৃংঙ্খলার রক্ষাকারী বাহিনীর উপর পুর্ন আস্থা রেখে স্ব-স্ব অবস্থান থেকে সহযোগীতা দেয়ার উপর বিষদ আলোচনা করেন।