Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

চট্টগ্রাম বন্দরে বহুতল কার শেড ও আনসার ব্যারাক উদ্বোধন

চট্টগ্রাম :

দেশের প্রধান সমুদ্রবন্দরে নতুন আনসার ব্যারাক ও বহুতল কার শেড উদ্বোধন করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থাপনা দুইটির উদ্বোধন করা হয়।

 

চট্টগ্রাম বন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ১৪ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৮৫১ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাকে রয়েছে লিফট, পার্কিং, প্লে গ্রাউন্ড, ড্রেনেজ সিস্টেম, বাউন্ডারি ওয়ালসহ আধুনিক সব সুযোগ-সুবিধা।

অপরদিকে ২৮ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা ব্যয়ে নির্মিত বহুতল কার শেডে ট্রাফিক রুম, সিকিউরিটি রুম, পাম্প রুম এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ রয়েছে।এটির আয়তন প্রায় ২৯ হাজার বর্গ ফুট এবং গ্রাউন্ড ফ্লোরে ১০৭টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ১১১টি করে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে।

 

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর পরিচালনা বোর্ডর সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Check Also
Close
Back to top button