খাগড়াছড়ির রামগড়ে অর্ধ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : গত ২১ সেপ্টেম্বর ২০১৬ সাল থেকে খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকার মাদকদ্রব্য জব্দ করে বিজিবির রামগড় ৪৩ ব্যাটালিয়ন।
১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার সকালে আনুষ্ঠানিকতায় রামগড় ব্যাটালিয়ন বাস্কেট গ্রাউন্ডে জব্দকৃত মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৩ হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল রিয়ার, ৫৫০ বোতল ফেন্সিডিল, ১০৫ পিচ ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও ৫ বোতল সঞ্জীবনী শুরা।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবি ৪৩ ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যহত থাকবে। যেকোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।
এ সময় খাগড়াছড়ির বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীক কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার মাটিরাঙা সার্কেল মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হালিম রাজ, রামগড় থানার ওসি মিজানুর রহমান সহ জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।