খাগড়াছড়িতে জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ের লক্ষে ব্যানার, ফেস্টুন , প্ল্যাকার্ড হাতে মানব বন্ধন কর্মসূচি করছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
১১ মার্চ ২০২৩ শনিবার দুপুরে মানব বন্ধনটি ভাঙ্গা ব্রীজ থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত দীর্ঘ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে মানব বন্ধন কর্মসূচী শেষ হয় । এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী দের দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে এবং আটক-গ্রেফতার নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান। ।
মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মংসুথোয়াই চৌধুরী, মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম এন আবছার ,যুগ্ম সম্পাদক এ্যাড. আঃ মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু , মোশররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সি: সহ সভাপতি নুরশাদ হোসেন বাপ্পি, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বডুয়া, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মো: জয়নাল সহ স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় আওয়ামী লীগ। কিন্তু আমাদের পরিষ্কার কথা এই দেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা ও আওয়ামী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এই সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমাদের সঙ্গে আন্দোলনে মানুষ দাঁড়িয়েছে।