কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ ; আহত ৫
মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন , কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
চেঙ্গী দর্পন প্রতিবেদক , মিরসরাই , চট্টগ্রাম :
চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি যথেষ্ট কম দেখা গেছে।
৮ মে ২০২৪ ,বুধবার ভোর বেলা থেকে উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। সকাল সাড়ে আটটায় বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা কেন্দ্র থেকে চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ) এর ৮ জন এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্ধি প্রার্থী শেখ আতাউর রহমানের (ঘোড়া) সমর্থকদের বিরুদ্ধে।
মারধরের অভিযোগ এনে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এনায়েত হোসেন নয়নের এজেন্ট এস এম সরোয়ার উদ্দিন বলেন, কেন্দ্রে আমাদের ১০ জন এজেন্ট ছিল৷ খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাবিব হাসান কেন্দ্রে প্রবেশ করে আমাদের এজেন্টদের বের করে দেন। এটা লোকাল নির্বাচন৷ এখানে নিজেদের মধ্যে এমন আচরণ গ্রহণযোগ্য নয়৷
কেন্দ্রের উপ-সচিব মোহাম্মদ ওয়াসিম জানান, আমরা ১০ বুথের এজেন্টরা এসেছিলাম৷ ঘোড়া প্রতীকের সমর্থক খইয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, যুবলীগ নেতা মহিউদ্দিন আমাদের এজেন্ট কার্ড ছিড়ে ফেলে আমাদের টেনে হিচড়ে বের করে দেয়। কেন্দ্রের বাইরে নিয়ে মারধর করে।
সকাল সাড়ে ১১টায় ১৬ নং মঘাদিয়া ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠে স্থানী চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের বিরুদ্ধে। তিনি চেয়ারম্যান প্রার্থী শেখ আতাউর রহমানের (ঘোড়া) পক্ষে কাজ করছেন। এসময় চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন নয়নের পক্ষে কাজ করা মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, যুগ্ম সম্পাদক শেখ মোঃ হামিদুল্লাহ চৌধুরী, আ’লীগ নেতা রবিউল হোসেনকে মারধরের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আমি সকাল থেকে এখানে অবস্থান করছি৷ এখানে এধরণের কোনো ঘটনা ঘটেনি৷ কেউ যদি নিজে থেকে চলে যায় সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই৷ প্রার্থী এসেছিলো৷ আমরা চলে যাওয়া এজেন্টদের আসতে বলেছি৷
বড়তাকিয়া জাহেদিয়া মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক জানান, সকালে যে সকল এজেন্ট এসেছে তারা কেন্দ্রে আছে৷ কেউ যদি চলে যায় এখানে আমার কিছু করার নাই৷ কেন্দ্রে ভোট সুষ্ঠ হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা আমার জানা মতে হয়নি৷
১৬ নং মঘাদিয়া ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক সুধাংশু বলেন, কেন্দ্রের মধ্যে ভোট নিয়ে কোন গোলযোগ হয়নি। কেন্দ্রের বাইরে মারামারির ঘটনা শুনেছি।
দুপুর ১টায় ২৩ নং মস্তান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪৫২ ভোটের মধ্যে ৪৪০ ভোট সংগ্রহ হয়। কেন্দ্র ছিলো অনেকটা ফাঁকা। প্রিসাইডিং কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ক্রমান্বয়ে বেড়েছে।
নির্বাচনে মিরসরাইয়ে চেয়ারম্যান পদে এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ), শেখ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত কলম) ও মো. মোস্তফা (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি), সালাহ উদ্দিন আহমেদ (টিউবয়েল), সাইফুল আলম (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি (কলস), উম্মে কুলসুম কলি (ফুটবল), বিবি কুলছুম (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। এবারের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন প্রার্থী হননি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই নির্বাচনে ভোটার বেড়েছে ৫ হাজার ৭৩২ জন।
সহকারী রিটার্নিং অফিসার ও ভোটকেন্দ্রগুলোতে প্রিজাইডিং অফিসার হিসেবে আছেন ১১৩ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৮৩৮ জন কর্মকর্তা। পোলিং এজেন্ট ১৬৭৬ জন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিকেন্দ্রে আনসার-ভিডিপি’র ১২ জন করে, পুলিশের স্ট্রাইকিং টিম ১০টি, মোবাইল টিম ১৯টি, ব্যাটালিয়ন আনসার-২ সেকশন, প্রতি কেন্দ্রে পুলিশ ফোর্স থাকবে ৩-৫ জন করে, ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ২ টি দায়িত্ব পালন করছেন।