Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মাইসছড়ি আনিকা মেডিকেল কলেজে সুযোগ পেলো

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে প্রথমবারের মতো মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাঙ্গামাটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে মাইসছড়ি ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস আনিকা। আনিকার এই অর্জনে পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। আনিকা মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হকের মেয়ে।

 

মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আনিকা বলেন,ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ভালো একজন চিকিৎসক হওয়ার। মেডিক্যাল কলেজে ভর্তির মাধ্যমে হয়তো সে আশা পুরনের পথ সুগম হলো। পরিশ্রম এবং মনোযোগের মাধ্যমে যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। তার এই অর্জন নতুন প্রজন্মকে শিক্ষা ও অধ্যবসায়ের প্রতি অনুপ্রাণিত করবে। ইচ্ছা পুরণে মনোবল এবং পরিবারের সমর্থনই তার সাফল্যের পেছনে প্রধান কারণ।

 

আনিকার পরিবার সুত্রে জানা যায় ,সে মাইসছড়ি চাইল্ড কেয়ার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষে গোল্ডেন এ+ নিয়ে উত্তীর্ণ হয়। পরে মহালছড়ির এপিবিএন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিকেও গোল্ডেন এ+ পায়। উচ্চমাধ্যমিক পর্যায়ে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ভর্তি হয়ে পুনরায় গোল্ডেন এ+ অর্জন করে। ১৭ জানুয়ারি ২০২৫ সালে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আনিকা সফলতার সঙ্গে রাঙ্গামাটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করে।

 

আনিকার বাবা মো. জহিরুল হক মেয়ের সাফল্যে গর্বিত। তিনি বলেন, আনিকার এই অর্জন শুধু তাদের পরিবারের নয়, পুরো এলাকার জন্য সম্মানের। তিনি মেয়েকে একজন মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চান, যেন পিছিয়ে পড়া পার্বত্য এলাকার মানুষের সেবা করতে পারে।

 

আনিকার শিক্ষকগন , আত্মীয় স্বজনেরাও তার এই সাফল্যে উচ্ছ্বসিত। আনিকার জন্য সকলের দোয়া চেয়েছেন সবার কাছে , যেন সে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে।

Related Articles

Back to top button