পানছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক শীর্ষক কর্মশালা
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের ২০২১-২০২২ অর্থ বছরের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।।
২ জুন ২০২২ বৃহস্পতিবার সকালে পানছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ উদ্ভোধন করেন।
দিনব্যাপি ওরিয়েন্টেশন কর্মশালায় সাম্প্রদায়িকতা, গুজব, অপপ্রচার, প্রতিহিংসা প্রতিরোধ, জন্মনিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, জেন্ডার সমতা, বাল্য বিবাহ প্রতিরোধ , শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, দুর্যোগ কালীন নারী ও শিশুর সচেতনতা ও নিরাপদ মাতৃত্ব, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও নিরাপদ সড়ক বিস্তারিত বিষয়াদি নিয়ে জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান , সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা , পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব ,জেলা তথ্য অফিসের রিপু খীসা,শ্যামল বড়ুয়া, ইউপি সদস্য-সদস্যাগন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ইমাম ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।