নোয়াখালীতে এতিমদের সৌজন্যে মানবাধিকার কমিশনের ইফতার

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার,নোয়াখালী :
নোয়াখালীতে এতিম-কোরআনে হাফেজদের সৌজন্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
০৩ এপ্রিল২০২৩ সোমবার বিকালে নোয়াখালী সপুার মাকের্টের পঞ্চম তলায় ফুড পাস্তা রেস্টুরেন্টে বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা পরবর্তী এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান শামীমের সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ সেলিম।
পরিচিতি সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলনা মমিনুল হক চৌধুরী, সহ সভাপতি ইসমাইল ফয়েজ উল্যাহ রাসেল, দৈনিক দিশারী সম্পাদক আকাশ মো.জসিম, বাংলাদেশ ইউপি সচিব সমিতি (বাপসা) নোয়াখালীর সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কমিশনের আইন বিষয়ক সম্পাদক ইমাম হোসেন স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাঈন উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফিরোজ উদ্দিন প্রমূখ।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার কার্যকরি কমিটির সদস্য, আইন জীবি, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং অর্ধশতাধিক এতিম কোরআনে হাফেজ অংশগ্রহন করেন।