Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

দীঘিনালায় মহিলা দলের উঠান বৈঠক : ধানের শীষের বিকল্প নাই

মো.ওসমান গণি, দীঘিনালা , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ জাতীয়তাবাদ মহিলা দলের দীঘিনালা উপজেলা শাখার উদ্যগে কবাখালী ইউনিয়নে উঠান বৈঠক করা হয়েছে।

 

২ জুন ২০২৫ ,মঙ্গলবার বিকালে দীঘিনালা উপজেলা মহিলাদলের আয়োজনে কবাখালী ইউনিয়নে মুসলিম পাড়ায় উঠান বৈঠক সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলায় মহিলা দলের সভানেত্রী মোছা: মোর্শেদা বেগম। দীঘিনালা উপজেলায় মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী মিসেস কুহেলী দেওয়ান।

 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য বলেন, দীঘিনালা উপজেলায় বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, দীঘিনালা উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, দীঘিনালা উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সিনিয়ির সহ – সভানেত্রী মারিয়ম আক্তার মনি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সীমা, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, দীঘিনালা উপজেলায় যুবলের আহবায়ক মো: মোতালেব হোসেন, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, দীঘিনালা উপজেলায় ছাত্রদলের আহবায়ক মো. লোকমান হোসেন প্রমূখ।

 

উঠান বৈঠক বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী সংসদ নির্বাচন গনতান্ত্রিক ভাবে অনুষ্ঠিত হবে এবং দেশে জনগণ তাদের ভোট স্বতঃ স্ফূর্তভাবে আনন্দের সাথে তাদের ভোটাধিকার দিতে পারবে। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করার আহবান জানান।

Related Articles

Back to top button