Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে বিজিবি-র ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার , থানচি,বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলার অসহায় গরীব হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) কক্সবাজার জেলা রিজিয়ন।

 

১২ মার্চ ২০২৫ , বুধবার ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ান প্রাঙ্গনে পরিজাত চত্তরে কক্সবাজার জেলা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান,এসবিপি ও এসপি,বিএসপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলার সেক্টরের অধিনায়ক কর্নেল মাহমুদুল হাসান,পিবিজিএম, বিপিএম (সেবা) পিএসসি। থানচি উপজেলার  (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মো: জহিরুল ইসলাম জি আটিলারী সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তবর্তী রাস্ট্রদ্রোহ অপরাধ সন্ত্রাস দমন ,অপরাধ নিয়ন্ত্রণ,চোরাচালান,অবৈধ অনুপ্রবেশ, শৃৃংঙ্খলার রক্ষা উপর কাজ করে যাচ্ছে। এছাড়াও এলাকার অসহায়,হত দরিদ্র,গরীব সহ সমাজ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন,অসহায়দের চিকিৎসা সেবা,শিক্ষা ব্যবস্থা সহ নানান সেবা সমূহের বাস্তবায়নের জাতী ধর্ম নির্বিশেষে সম্প্রীতি বজায় রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি সকল সেবামূলক কর্মকান্ডে সুশিল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজের সকল স্তরের প্রতিনিধিগনের সহযোগীতা কামনা করেন ।

Related Articles

Back to top button