Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি খাগড়াছড়ি :
 জেলার পানছড়িতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।

 

২২মে ২০২৩ সোমবার সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিন পার্বত্য জেলার ৩০৯ নং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা উপস্থিত ছিলেন।

 

উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপা অন্তরা চাকমার সঞ্চালিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলার শাখার চেয়ারম্যান নিগার সুলতানা, কো-অডিনেটর জগৎ জ্যোতি ত্রিপুরা ও পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমুখ।

বাসন্তী চাকমা এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি এলাকায় পৌঁছে দিয়েছেন উন্নয়ন ছোঁয়া। দৃষ্টিনন্দন প্রধানমন্ত্রীর উপহারের ঘর, বেইলী সেতু, বছরের শুরুতে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, নতুন নতুন বিদ্যালয় ভবন নির্মান, উপবৃত্তি, গর্ভকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতাসহ নানান উন্নয়নমুলক কর্মকান্ড দিয়ে তিনি দেশবাসীর মন জয় করে নিয়েছেন। তাই আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

 

Related Articles

Back to top button