Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গুইমারাতে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,গুইমারা ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ও ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 

২৯ জানুয়ারী গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

 

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আমিন , উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জয়নাল আবদীন সহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগন।

 

এবারের প্রতিযোগিতায় থাকছে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। এ প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিযোগিতার তরুণ বিজ্ঞানীদের নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প বা মডেল উপস্থাপন করে।

Related Articles

Back to top button