Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত কাশেম ভূঁইয়া

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন আবুল কাশেম ভূঁইয়া।

 

জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৬ অক্টোবর ) সকালে জেলা প্রশাসক সম্মেলন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের হাত থেকে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।

 

এছাড়াও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পুরস্কৃত হয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

 

জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে পুরস্কৃত হয়েছেন মানিকছড়ির তিনটহরী ইউপি সচিব মো. সুমন মিয়া।

শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে পুরস্কৃত হয়েছেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ আমিনুল ইসলাম,মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিষদের মহল্লাদার মোঃ হাবিবুর রহমান,মানিকছড়ি উপজেলার তিনটহরি ইউনিয়ন পরিষদের মোঃ নোয়াবুল হোসেন নবী,তাদের জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভালো কাজের মুল্যায়ন স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।

 

অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভাল করায় রেজিস্টার জেনারেলের এর বিশেষ বরাদ্ধ ও  লাভ করে, তবল ছড়ি, তিন টহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ।

 

এতে খাগড়াছড়ি সদর উপজেলা পারিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি ডিপুটি সিভিল সার্জন ডাঃ রতস খীসা, উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভা প্যানেল মেয়র মোঃ শাহ আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া ,ইউপি সচিব গন, পৌর সভার মেম্বার, ইউপি সদস্য-সদস্যা গন সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button