খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে কেএনএসআই এর উদ্যোগে বিজয় দিবস ও বিজয় কনসার্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যান্ড শিল্পীদের মনোমুগ্ধকর বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকালে খাগড়াছড়ি সদরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অত্র ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন,বিজয় দিবস জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ। তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের লাখো বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে।

আলোচনা সভার পরপরেই বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অত্র প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় ব্যান্ড “মেজাং ব্যান্ড”, বান্দরবানের জনপ্রিয় ব্যান্ড ” চিম্বুক ব্যান্ড” ও রাঙ্গামাটির জনপ্রিয় ব্যান্ড “সাইক্লোন ব্যান্ড” এর পরিবেশনায় মনোমুগ্ধকর বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা,ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা প্রমুখ।

Related Articles

Back to top button