Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে অর্ধগলিত নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ছড়া থেকে নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

২৪ জানুয়ারী ২০২৪, বুধবার সকালের দিকে মধুপুর বাজারের পাশের ছড়া থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকালে খাগড়াছড়ি শহরের মধুপুর বাজারের পাশে খালে কম্বল মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে। তবে লাশটি-কে বা কারা ফেলে গেছে, তা জানা যায়নি।

 

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান বলেন, নবজাতকের লাশটি অর্ধগলিত অবস্থায় তাঁরা উদ্ধার করেন। নবজাতকটি এক দিন বয়সের হতে পারে । শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

Related Articles

Back to top button