আজ শুভ বড়দিন : কাপ্তাই খ্রীষ্টিয়ান মিশন এলাকা বর্ণিলে সজ্জিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই ,রাঙ্গামাটি :
শুভ বড়দিনকে ঘিরে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন এলাকা জুড়ে। গত রাত থেকে বড়দিনের উৎসবের আমেজ বইতে শুরু করছে কাপ্তাই এলাকায়।
শনিবার সন্ধ্যা থেকে মিশন এলাকায় বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনার খ্রীষ্টিয়ান অধ্যুষিত এলাকা অপরূপ আলোক সজ্জায় সজ্জিত। ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উৎসব উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা সহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করে। ।
বড়দিনের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম চট্টগ্রাম-পার্বত্যাঞ্চল ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমা বলেন, দেশের বিভিন্ন স্থানের মত রাঙ্গামাটির কাপ্তাই মিশন এলাকায় খ্রীষ্টিয়ান ধর্মালম্বীরাও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে চন্দ্রঘোনা ব্যপ্টিষ্ট চার্চে নানা অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রার্থনা শুরু করেন ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে । ২৫ ডিসেম্বর সোমবার শুভ বড়দিন উৎসব উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী খ্রিস্টান মিশন এলাকায়।
এদিকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বলেন প্রতিবারের ন্যায় এবছরও শুভ বড়দিনকে ঘিরে সম্পূর্ণ হাসপাতাল জুড়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনিসকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।