Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

অবরোধের সমর্থনে সোনাগাজীতে যুবদলের বিক্ষোভ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,সোনাগাজী ,ফেনী  :
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে বুধবার ভোর থেকে ৪৮ ঘন্টার অবরোধ চলছে। অবরোধের সমর্থনে সোনাগাজীর পশ্চিম বাজার সিঙ্গার পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

 

অবরোধের সমর্থনে ২২ নভেম্বর বুধবার সকাল ৮টায় সোনাগাজী বাজারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি পৌর শহরের বড় মসজিদ গেইট পার হওয়ার সময় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এতে কোন হতাহত ও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম জানান, সকাল ৮টার দিকে সোনাগাজীর পশ্চিম বাজার সিঙ্গার পয়েন্ট থেকে অবরোধের সমর্থনে উপজেলা বিএনপির কয়েকটি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি বড় মসজিদ গেইট পর্যন্ত আসে, টহল পুলিশের উপস্থিত দেখে মিছিলকারীরা পালিয়ে যায়।

Related Articles

Back to top button