Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদ

রামগড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে দুই লাখ টাকা জরিমানা

অবৈধ বালু উত্তোলন

চেঙ্গী দর্পন প্রতিবেদক রামগড় , খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড ও উত্তোলনকৃত বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহমুদ উল্যাহ মারুফ এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের এর ব্যক্তিমালিকানাধীন উপজেলার পূর্ব বলিপাড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা ও উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্যাহ মারুফ বলেন, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে এ অর্থদণ্ডে দন্ডিত করা হলো। তিনি আরো বলেন, ক্রমান্বয়ে উপজেলার সবকটি অবৈধ বালু উত্তোলন ও পাহাড়া কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, রামগড় থানা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button