পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকানের মালামাল সহ পুড়ে ছাই। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
২০ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকান্ডর ঘটনা ঘটে। এতে পুড়েছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে বাজারের একটি হোটেলে আগুন দেখতে পান। মুহুর্তেই তা পাশের ক্রোকারিজ, মুদিমাল ও কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। পরে বাজার মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।ইতিমধ্যে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ২ টি ইউনিট। স্থানীয়দের সহায়তায় আধাঘন্টা চেষ্টার পর সম্পূর্নভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিজন বিশ্বাস জানান, ২ টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পান। মুহুর্তেই ছুটে এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়ে পড়েন। সময় মতো জানা না গেলে বড় ধরণের ক্ষয়ক্ষতি ঘটতো বলে জানিয়েছেন তিনি। তবে হতাহতের কোন ঘটনা না ঘটলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে জানিয়েছেন ষ্টেশন কর্মকর্তা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহি অফিসার অনজন দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, সহ সেনবাহিনী, বিজিবি ও পুলিশ, স্থানীয় সেচ্ছাসেবী গন ছুঁটে আসেন ।
প্রত্যক্ষদর্শীদের মতে হোটেলের চুলা থেকে আগুনের উৎপত্তি। আবার কারো কারো মত বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ধরেছে। সব মিলিয়ে এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।