Breakingরাজনীতিসারাদেশ

হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের ফাঁসি দিয়ে দিত : রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার , কুমিল্লা :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন না হলে, আমাদের সবাইকে ফাঁসি দিয়ে হত্যা করা হতো। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছেন। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে দেশের ছাত্র-জনতা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল।”

 

 

১৫ ফেব্রুয়ারি ২০২৫ ,শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেঘনা শাখা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।” তিনি আরও বলেন,”এই এলাকায় প্রয়াত এম কে আনোয়ারের মতো স্বচ্ছ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব ছিল। তার আদর্শের প্রতিচ্ছবি হিসেবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নেতৃত্ব দেবেন।”মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন,”গত ১৭ বছরে এই উপজেলায় বিএনপির কার্যক্রম ছিল প্রায় স্থবির। এর পেছনে একদিকে আওয়ামী লীগের দুঃশাসন, অন্যদিকে সঠিক নেতৃত্বের অভাব ছিল বড় কারণ। তবে আজকের সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি নতুনভাবে সংগঠিত হবে।”তিনি আরও বলেন, “বাংলাদেশের যে কোনো উপজেলার তুলনায় হোমনা-মেঘনার বিএনপি হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন।”

 

এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, জালাল আহমেদ, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হোমনা বিএনপির  সভাপতি ও সাধারণ সম্পাদক সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button