হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করায় রামগড়ের ৩ ভাটা মালিককে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে মহামান্য হাইকোর্ট এর নির্দেশ অমান্য করে ইট ভাটার কার্যক্রম চালু রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ভাটা মালিককে আবারো তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারী ২০২২ বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
এ সময় রামগড় পৌরসভার নুরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস ও হাজেরা ব্রিকস এর প্রত্যেককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ ) আইন-২০১৩ আইনে এক লাখ টাকা করে তিন লাখ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১২০৪/২০২২ মোতাবেক অবৈধ ও লাইসেন্স ছাড়া পরিচালিত ইট ভাটায় লাল পতাকা ও নোটিশ টাঙিয়ে ভাটা গুলো বন্ধ করে দেয়ার পরও ভাটা মালিকরা নির্দেশ অমান্য করে ভাটা গুলোতে ইট পোড়ানো, ইট সরবরাহ ও শ্রমিক দিয়ে কাজ করিয়ে যাচ্ছিলো।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার ৯টি ইট ভাটায় সাইন বোর্ডে ও লাল পতাকা টাঙিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এর আগে গত ৫ ও ৬ ফেব্রুয়ারী রামগড়ে ৯ ভাটা মালিককে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।