Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

লামায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্র্যাকের ঘর মেরামতের সহায়তা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, লামা , বান্দরবান :
বান্দরবান জেলার লামা উপজেলায় প্রাকৃতি দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ঘর মেরামতের সহায়তা প্রদান করেছে বেসরকারী সংস্থা ব্র্যাক।

 

চট্টগ্রাম ও বান্দরবান জেলা ফ্লাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় শনিবার বিকেলে পৌরসভা এলাকার মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব প্রদান করা হয়। প্রতি পরিবারকে দেওয়া হয় ৮টি আরসিসি পিলার, ২৪ পিস টিন ও উপকরণ। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতি পরিবারকে দেওয়া হবে ১০ হাজার টাকা।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার মানবিক সহায়তা প্রদান উদ্ভোধন করেন। পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ব্র্যাক ডিআরআরএম প্রজেক্টের উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম বুলবুল প্রমুখ এতে অতিথি ছিলেন।

 

প্রকল্পের সমন্বয়ক নজরুল ইসলাম বুলবুল বলেন, উদ্ভোধনী দিনে ২১জন ক্ষতিগ্রস্তকে ঘর মেরামতের জন্য সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫৪ জন ক্ষতিগ্রস্তকে এ সহায়তা প্রদান করা হবে।

Related Articles

Back to top button