Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

চেঙ্গী দর্পন প্রতিবেদক , উখিয়া , কক্সবাজার  :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।

 

২৫ নভেম্বর ২০২৩ শনিবার সকালে উপজেলার পালংখালীর ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমদের ছেলে আতা উল্লাহ(৫৫)।

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আরসা’র দুষ্কৃতিকারীরা ক্যাম্প-১৯, ব্লক-এ/৮ এর ইয়াছিন জোহার দোকানের পাশে রাস্তায় সাবেক হেড মাঝি আতাউল্লাহ’কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে আশেপাশের রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Related Articles

Back to top button