রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি:
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৮ অক্টোবর ২০২৩ রবিবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ের প্রাঙ্গণে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী উপস্থিত থেকে আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করেন ।
এ সময় ১৪ জন অসহায়, চিকিৎসা ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকা আর্থিক অনুদান ও ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও মানবিক পরিস্থিতির মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনির, স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান সহ অন্যান্য সেনা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।