Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ির লোগাং ইউনিয়নে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্ভোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ( খাগড়াছড়ি) : জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন পরিষদের উদ্যোগে অমুপম – হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্ভোধন করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা মঙ্গলবার দুপুরে নতুন তৈরী করা এই মাঠের শুভ উদ্ভোধন করেন। মাঠ উদ্ভোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, ভূমিদাতা হিমাংশু চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা প্রমুখ।


অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা,উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, মাঠের জন্য ভূমিদাতা হিমাংশু চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূতনধন চাকমা, সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান অলি, ক্রীড়া সংগঠক শাহজাহান কবির সাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লোগাং ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় উদ্ভোধনী মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় ২০ টি দলের অংশ গ্রহনে ১ম দিনে বাবুরা পাড়া একাদশ বনাম দমদম স্পোর্টিং ক্লাব খেলায় অংশ গ্রহন করে। এতে বাবুরা পাড়া একাদশ দমদম স্পোর্টিং ক্লাবকে ১/০ গোলে হারিয়ে একধাপ এগিয়ে রইলো।

মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা বলেন,প্রতন্ত এলাকায় বিনোদনের কোন ব্যবস্থা না থাকায়, খেলা উপভোগ করতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছে। এত মানুষের মনে বিনোদনের আনন্দ দিতে পারায় লোগাং ইউনিয়ন পরিষদের সকলকে ধন্যবাদ জানাই।

Related Articles

Back to top button