Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড় আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রামগড় আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মাষ্টারপাড়া স্টেডিয়াম মাঠে পৌরসভার ৪নং ওয়ার্ড এর কাউন্সিলর মোহাম্মদ আহসান উল্ল‍্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন, রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউসার প্রমুখ।

এ সময় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাহ্ফুজ, বিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটি, অভিভাবক-শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button