পানছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার পানছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও থানা পুলিশের ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করে।
উপজেলা মাঠে সম্মিলিত ব্যানার জাতীয় সংগিত ও পতাকা উত্তোলন,শান্তির পায়রা উড়ানো হয়, পুলিশ, আনসার ব্যাটেলিয়ান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্যরেডে অংশ নেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে অংশ গ্রহন করে। ধারাবাহিক আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগীতা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা কৃষি অফিসার নাজমুল হোসাইন মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা গণ সরকারি প্রসাশনিক কর্মকর্তাগন ও স্থানীয় গণ্যম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।