পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী লোগাং ইউপিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সোলার হোম সিস্টেম বিতরণ করেন।
০২ অক্টোবর ২০২২ রবিবার দুপুরে সীমান্তবর্তী ১ নং লোগাং ইউনিয়ন পরিষদ মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্যাঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প- ২য় পর্যায় সোলার হোম সিস্টেম ৩৬৮ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোলার হোম সিস্টেম বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে নিখিল কুমার চাকমা চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ,রাঙ্গামাটি উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, দুর্গম পার্বত্যাঞ্চলের বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন পাহাড়ি উপজাতি গ্রাম , যেখানে সহজে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সম্ভব নয়, ওইসব পাহাড়ের বাসিন্দাদের সোলারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুতের এ ঘোষণার বাস্তবায়ন করা হচ্ছে। বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করণ কর্মসূচির আওতায় বিদ্যুৎ বিহীন দুর্গম পাহাড়ের বাসিন্দাদের এ সোলার দেওয়া হচ্ছে। ১০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলারের সাহায্যে বাতির আলো ছাড়াও ফ্যান চালানো ও মোবাইল ফোন চার্জ ইত্যাদি সুবিধাও ভোগ করা যাবে।
উপকার ভোগী সুভাষ ত্রিপুরা ,জ্ঞান চাকমা সহ বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা জানায় ,দুর্গম পাহাড়ি গ্রামের সুবিধাবঞ্চিত উপজাতি পরিবারগুলো এত দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাতের আঁধারে ডুবে থাকতো, এখন তাদের ঘরেও আলো জ্বলবে, সেই আলোয় ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারবে। এত দিন যেটি তাদের কাছে স্বপ্নের মতো ছিল, এখন এ সুবিধা হাতে পেয়ে আনন্দে আত্মহারা তারা ।
অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনচারুল করিম , ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী গণ উপস্থিত ছিলেন।