পানছড়িতে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি : প্রতিনিধি :জেলার পানছড়িতে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
পানছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুজ্জামান ও পানছড়ি মুক্তিযোদ্ধা কমান্ড এর – সদস্যগন,উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসাইন মজুমদার,ওসি তদন্দ কামরুজ্জামান , অধ্যক্ষ আবুল কাশেম সহ সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

সন্ধ্যায় উপজেলা ছাত্রলগের আযোজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোক প্রদীপ প্রজ্জ্বলন ও নিহত সকল শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোক প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন সহ উপজেলা ছাত্রলগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।