Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচি-র মৃত শিক্ষার্থী পরিবার পাশে উপজেলা প্রশাসন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি, বান্দরবান :
বান্দরবানে থানচিতে নৌকা ডুবে নিখোঁজ হওযা এবং মৃতদেহ উদ্ধার হওযার পরিবার পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন।

 

১০ জুলাই ২০২৪ ,বুধবার দুপুরে থানচি উপজেলা নির্বাহী অফিসার কার্যলয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ নির্দেশে মৃত শান্তি রানি ত্রিপুরা পরিবারের পিতা মুক্তিজন ত্রিপুরা ও তার সহধর্মীনিকে নগদ ২৫ হাজার টাকা ও ৩০ কেজি চাল হাতে তুলে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন। এ সময় মৃত শান্তি রানি ত্রিপুরা এর বাবা মায়ের নিকট জেলা প্রশাসকের মানবিক সহায়তা নগদ অর্থ ও চাল বিতরন করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মোঃ মুশফিকুর রহমান, ২ নং তিন্দু চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১ জুলাই সকালে উপজেলার তিন্দু ইউনিয়নের পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিড়িঁ এলাকা থেকে নৌকা যোগে থানচি সদরে স্কুলে যাওয়ার পথে নদীর প্রবল স্রোতে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকায় থাকা অন্যরা সাঁতার কেটে তীরে পৌঁছালেও প্রাথমিক স্কুল পড়ুয়া শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবাণী ত্রিপুরা (৯) নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৭ দিন পরে বলীপাড়া ইউনিয়নে ক্রংক্ষ্যং পাড়া নিচে শিলাঝিড়িঁ নামক স্থান থেকে শান্তিরানী ত্রিপুরা (১০) মরদেহটি উদ্ধার করেন থানচি থানা পুলিশ।

Related Articles

Back to top button