Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

জাতীয় নির্বাচনের তফশিলকে স্বাগত জানিয়ে পানছড়িতে আওয়ামীলীগের আনন্দ মিছিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি  :
জেলার পানছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ।

 

১৫ নভেম্বর ২০২৩ বুধবার সন্ধ্যা সাতটায় ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তফশিল ঘোষণার পরই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমুহ আনন্দ মিছিল বের করে স্বাগত জানায়।

১৫ নভেম্বর ২০২৩ বুধবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তফশিল ঘোষণার পর পরই পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও যুবলীগের সভাপতি আল আমিনের যৌথ নেতৃত্বে আনন্দ মিছিল বের করেন তারা।

Related Articles

Back to top button