আশা-র উদ্যোগে মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলায় সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান “ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট “ আশা-র উদ্যোগে সদস্যদের মাঝে মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর ও পরামর্শক মো: হামিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন । প্রশিক্ষণে সঞ্চালনা করেন জেলা কৃষি অফিসার (মাশরুম) খায়রুল বাসার টিপু।
মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণে মাশরুম পরিচিতি, পুষ্টি গুণাগুণবাংলাদেশে মাশরুম চাষের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা,মাশরুম বাণিজ্যিক স্পন ও ধানের মাদার তৈরীরকলা কৌশল, গ্রীষ্মকালীন চাষে উদ্বুদ্ধকরণ ও স্থানীয় সমস্যা সহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩০জন মাশরুম চাষীরা অংশ নেন।
এ সময় আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (কৃষি) মো: খুরশীদ আলম,এ সময় সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ইবনুল আনোয়ার, আশা’র জেলা ম্যানেজার মোঃ কবির হুসেন,জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার কৃষি মোঃ বাছিরুল আলম,অতিরিক্ত পরিচালক (অবঃ) ও কৃষিবিদ ড. নিরদ চন্দ্র সরকার, খাগড়াছড়ি সদর আশা’র রিজিওনাল ম্যানেজার মো: রহিম উল্লাহ সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।