Breakingঅপরাধসারাদেশ

আনোয়ারায় ৩ লক্ষ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চেঙ্গী দর্পন প্রতিববেদক :   চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি নুরুল হোসাইন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার ইয়াবাও জব্দ করে। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। বিষয়টি নিশ্চিত করেন থানার উপ সহকারী পুলিশ পরির্দশক রেজাউল করিম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরুল হোসাইন বাঁশখালী উপজেলার চাপাছড়ি আম্বিয়ার বাপের বাড়ির পেচু মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। এ অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button