Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

স্বতঃস্ফূর্তভাবে পানছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে নানান আয়োজনে মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

 

 

২১ ফেব্রুয়ারী ২০২৫ ,শুক্রবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শুরু হয়। উপজেলার নির্বাহী অফিসার ফারহানা নাসরিন,মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর, থানা-পুলিশ, ফায়ার সার্ভিস দিবসের প্রথম প্রহরেই শহিদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদের স্মরণ করেন। প্রভাতে উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফের নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রভাত ফেরি শেষে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করে দরীয় কার্যালয়ে আলোচনা সভা করেন। উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ,পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপি অনুষ্ঠান মালায় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদদীন,উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা কফিল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, রেন্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লা, ইউপি চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, আনন্দ জয় চাকমা সহ রাজনৈকি সামাজিক ব্যক্তিবর্গ ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

 

 

এছাড়াও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে পানছড়ি জামায়াতে ইসলামী দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলার সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান সহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button