শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী সুফিয়া কামাল শাখা

অধীর রাজবংশী, শ্রীনগর, মুন্সীগঞ্জ :
“সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজের চেয়ে খারাপ কাজে বেশী বিভ্রান্তি সৃষ্টি করছে” -এই বিষয়ে শ্রীনগরের রুসদী উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী হয়েছে সুফিয়া কামাল শাখা।
৬ মার্চ সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে বির্তক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন পাটওয়ারী চুড়ান্ত বিজয়ী ও রাণার আপ সহ প্রতিশ্রেণীর জয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন।
রুসদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সুফিয়া কামাল শাখা ও নবম শ্রেণীর কাজী নজরুল ইসলাম শাখা ফাইনালে প্রতিযোগীতা করে। সুফিয়া কামাল শাখার দলনেতা মো. তালহা জুবায়ের সহ ফাহিম শেখ ও আব্দুল্লাহ্ আল সামি পক্ষে বিতর্কে অংশ নেয়। অপরদিকে নবম শ্রেণীর কাজী নজরুল ইসলাম শাখার শাখার দলনেতা সানজিদা ইসলাম সহ নিথী ইসলাম, তাহমিনা আক্তার বিপক্ষে অংশ গ্রহন করে। বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেন। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মঈম কমল, আইসিটি শিক্ষক আবুল হোসেন, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা মো. তালহা জুবায়ের।
রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী । অন্যান্যদের মধ্যে তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, অভিভাবক সদস্য ফরহাদ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।