“শহিদী মার্চ “ও বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে পাহাড়ের তিন সংগঠন
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জুলাই ২০২৪ হত্যাকান্ডের শহিদ আবু সাইদ সহ সারাদেশে সকল শহিদদের স্মরনে “শহিদী মার্চ “ও জামিন প্রাপ্তদের জেল গেইট থেকে পুনঃ গ্রেফতার বন্ধ করন সহ জেলে বন্দী ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী- সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ,গনতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ পানছড়ি।
৫ সেপ্টেম্বর ২০২৪ , বৃহস্পতিবার দুপুরে লোগাং বাবুড়াপাড়া এলাকায় বিক্ষোভ সমাবেশ শুরু করে সিমান্ত সড়কে এসে সমাবেশে পরিনত হয়।
বিক্ষোভ সমাবেশে পিসিপি পানছড়ি উপজেলা শাখা সভাপতি সুনীল ময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গনতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য নারী সংঘ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরিমিতা চাকমা, গনতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখা সভাপতি রিপন ত্রিপুরা প্রমুখ।বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর হাতে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরনে আজ এই শহিদী মার্চ। ষৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে ইউপিডিএফ সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছিল। গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটলে আমরা আশা করেছিলাম, পাহাড়ে শান্তি আসবে। আমরা বুঝতে পারছিনা বিগত সরকারে ফ্যাসিস্ট নীতি এখনো চলমান রয়েছে কিনা ? দেশের কোথাও জামিন প্রাপ্তদের জেল গেইট থেকে পুনরায় গ্রেফতারের ঘটনা ঘটেনি। কিন্তুু পার্বত্য চট্টগ্রামে ২৯ জন ইউপিডিএফ সদস্যদের জামিন প্রাপ্ত আনেককে জেলগেট থেকে সেনা ডিজিএফআই আটক করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইউপিডিএফ অন্যতম নেতা আনন্দ প্রকাশ চাকমা , পিসিপি নেতা কুনেন্টু চাকমা সহ জেলেবন্দী রাজবন্দী সকলের নিঃশর্ত মুক্তির দাবি জানান। এছাড়াও হাসিনার দোসরদের কবল থেকে পাহাড় রক্ষা করার আহকান জানান।