Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই, রাঙামাটি  :
কাপ্তাই রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

 

০৫ ফেব্রুয়ারী ২০২৪ , সোমবার স্কুলের পরিচালনা কমিটির সভাপতি অজয় সেন ধনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও আঁখি তালুকদার এবং কাপ্তাই প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দে সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই দিন সকালে রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় প্যানেল চেয়ারম্যান মো: সেলিম সহ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button