Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড় বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী ও ঔষধ জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিভিন্ন প্রকারের ভারতীয় শাড়ী ও ঔষধ জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে ব্যাটালিয়ন অওতাধীন লক্ষিছড়া বিওপির টহলদলের অভিযানে মাটিরাংগা থানার বাঙ্গালীপাড়া নামক স্থান হতে মালিকবিহীন বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী এবং বাগানবাজার বিওপির টহলদল রুহুল আমিন চর নামক স্থান হতে মালিকবিহীন বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত বিভিন্ন প্রকারের ভারতীয় শাড়ির মূল্যে ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং ভারতীয় ঔষধের মূল্যে ১৩ লাখ ৪৯ হাজার ২৬৬ টাকা। জব্দকৃত এসব শাড়ী ও ঔষধ স্ব-স্ব থানায় জিডি করে সীতাকুণ্ড কাস্টমে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি’র নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে। মাদক ও চোরাচালান সহ সীমান্ত অপরাধ রুখতে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।