Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে বিজিবি-র অভিযানে ভারতীয় মাদক জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়,খাগড়াছড়ি : জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ ও রিয়ার জব্দ করেছে।

বিজিবি তথ্যমতে, বৃহস্পতিবার গভীর রাতে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লারমুখ চেক পোষ্টের একটি টহল দল জোরার গঞ্জ থানার কয়লার মুখ চেক পোষ্টের ভবানীপুর লেবু বাগান এলাকা হতে মালিক বিহীন ১০ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল রিয়ার জব্দ করে। জব্দকৃত মাদকের মূল্য ১৬ হাজার ৫০০ টাকা।

জব্দকৃত মাদক জোরালগঞ্জ থানায় ডিজি করে পরবর্তীতে ধ্বংসের জন্য জোন সদরে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান বলেছেন, অবৈধ মাদক-চোরা চালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করা সহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button