চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনা

মিরসরাইয়ে আগুনে পুড়ে চার বসতঘর ছাই

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম  :
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। 

 

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ড সৈদালী গ্রামের আনোয়ার হোসেন মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- খোরশেদ আলম দুলাল, বেলাল হোসেন,হেলাল উদ্দিন,আবু জাফর।

 

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান জানান, আমি রাত ৯ টায় গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখি কোন আগুন নেই, ৫ থেকে ১০ মিনিট পর আবার আসার সময় দেখি আগুন জ্বলছে। আগুনের জন্য রাস্তা দিয়ে গাড়ি  চালাতে পারিনি রাস্তায় যানজট লেগে যায়।

 

ক্ষতিগ্রস্ত খোরশেদ আলম দুলাল জানান , আমাদের ঘরে কেউ নেই। আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাজারে যায়, আমি দোকানে ছিলাম। লোকজন খবর দেয় আমাদের বাড়ি পুড়ে যাচ্ছে। দৌড়ে এসে দেখি আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। ঘরের একটা জিনিসও বের করতে পারিনি। নগদ টাকা ছিল ১ লাখ। আড়াই ভরি স্বর্ণালংকার ছিল সেটিও খুজে পাইনি আমাদের চার ভাইয়ের ৯টি কক্ষ ও রান্না ঘর মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সব কিছু পুড়ে মাটিতে মিশে গেছে। একজন লোকও ছিল না। এখানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট ও গ্যাস সিলিন্ডারের আগুন লাগার কোন সম্ভাবনা নেই আগুন কিভাবে লেগেছে আল্লাহ জানে।

 

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার আহমদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। রাত ৯ টার দিকে আমাদের কাছে খবর আসলে আমরা দ্রুত পৌঁছানোর চেষ্টা করি। দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

 

তিনি আরও জানান, আমরা পৌঁছানোর আগেই বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সদস্য এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

Related Articles

Back to top button