Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বিদ্যুৎ খুঁটির গোঁড়া থেকে মাটি পাচার

চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি , চট্টগ্রাম :
জেলার ফটিকছড়িতে এবার মাটি খেঁকোদের হাত থেকে রক্ষা পায়নি জাতীয় গ্রীডের বিদ্যুৎ খুঁটির বিপদ জনক স্থানটিও।

 

২৪ জানুয়ারী ২০২৪, বুধবার সকালে সরজমিনে দেখা যায়, স্থানীয় মাটি পাচার কারীরা রাতের আঁধারে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুইসগেট সংলগ্ন শহীদ আহমদ ছাপা সড়কের পাশে ৪৪ হাজার কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটির গোড়া থেকে মাটি কেটে নিয়ে গেছে।

 

এদিকে, হাইভোল্টেজ বিদ্যুৎ খুঁটির গোড়া থেকে মাটি কাটার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে সব মহল থেকে নিন্দার ঝড় উঠতে থাকে। অনেকে বিষয়টিকে লজ্জাস্কর হিসেবে দেখছেন।

 

মাটি কাটার দায়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্থানীয় গিয়াস উদ্দিন ও কাজী ছমিউদ্দিন টিপুকে দায়ী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক মো. শাহজাহান।

 

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন ,এটি একটি নিন্দনীয় কাজ। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় আনা দরকার।

 

উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদারকে দায়িত্ব দিয়েছি। রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button