বান্দরবানের থানচিতে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি , বান্দরবান :
বান্দরবান জেলা থানচি উপজেলা পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। ১১ হতে ১৭ জানুয়ারী পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ।
সোমবার (৯ জানুয়ারী ) রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরীত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থানচি উপজেলা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দার তৎপরতা বান্দরবান সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এই লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা বিশেষ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ঠরা।
এর আগে গত ১৮ অক্টোবর ২০২২ বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেন। এরপর গত ২৩ অক্টোবর জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় দফায় ৪ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর ভ্রমণে নিষেধাজ্ঞা এবং ১২ নভেম্বর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানো হয়। এ ছাড়া ১৬ নভেম্বর ষষ্ঠ দফায় বাড়ানো মেয়াদ ২০ নভেম্বর শেষ হয়। সপ্তম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত ছিল। পরে অষ্টম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর করা হয়। ওই নিষেধাজ্ঞার আওতায় থানচি ও আলীকদম উপজেলা ছিল না। পরবর্তীতে ৪ ডিসেম্বর ফের ৭ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে সময় থানচি উপজেলাকেও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়। গত ৭ ই ডিসেম্বার ২০২২ হতে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর বলেন, জননিরাপত্তা জনস্বার্থে বিষয়ে চিন্তা করে পর্যটকদের সাময়িক অসুবিধার জন্য প্রশাসন পক্ষ থেকে আমরা অনুতপ্ত। উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থানচিতে পর্যটকদের নিরুৎসাহিত করার পর এখন থানচি উপজেলায় নতুন করে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না পর্যন্ত থানচি উপজেলাতে ১১ হতে ১৭ জানুয়ারী পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।