বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, বাঞ্ছারামপুর ,ব্রাহ্মণবাড়িয়া : আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস । জেন্ডার সমতার উদ্দেশ্যে বিশেষ গুরুত্বের সঙ্গে সারাদেশ ব্যাপী দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় ।
নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভিন্ন আয়োজনে দিবসটি উদযাপন করে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
” টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ, পৌর মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা রুনু মন্ডল, বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রভাষক সুলতানা মরিয়ম পিংকি, আমেনা বেগম, উপজেলা প্রোগ্রামার ফজিলাতুন্নেছা সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নারীদের বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।