Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

ফেনী নদীর পানি নিয়ে সাব্রুম শহরের চাহিদা মেটাতে চায় ভারত

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের পরিদর্শন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড়, খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় ভারত সিমান্ত সংলগ্ন ফেনী নদীতে (ইনটেক ওয়েল) কূপ খনন করে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলন করে সাব্রুম শহরের পানিয় জলের চাহিদা মেটাতে চায় ভারত।

১৮ ফেব্রুয়ারী ২০২২ শুক্রবার দুপুরে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর সংলগ্ন ও ভারতের ত্রিপুরার সাব্রুম আন্তঃ সীমান্ত ফেনী নদী অংশ হতে প্রস্তাবিত ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে দুই দেশের যৌথ নদী কমিশনের প্রকৌশলীদল (জেআরসি)।

পরিদর্শন দলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী মো: রমজান আলী প্রামানিক এর নেতৃত্ব ১৫ সদস্যের প্রতিনিধিদল ও ভারতের ডিএম এন্ড কালেক্টর সাউথ ত্রিপুরা সাজু ওয়াহিদ এর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলের অন্তত ৩০ জন সদস্য যৌথভাবে প্রকল্পটির সম্ভাব্যস্থান মৈত্রী সেতুর নিম্নাংশে ত্রিপুরার সাব্রুম ফেনী নদীর সীমান্ত স্থান ও পরে রামগড়ের মহামনী বিওপি সংলগ্ন ফেনী নদীর স্থান পরিদর্শন করে সাব্রুমে বৈঠক করে জেআরসি প্রতিনিধিদল।

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের পরিদর্শন

সুত্রে জানা যায় ,ভারতের ত্রিপুরার সাব্রুম শহরের পানিয় জলের সংকট মেটাতে ফেনী নদী থেকে প্রস্তাবিত ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তোলনে ভারত সরকারকে ২০১২ সাল কিছু শর্ত সাপেক্ষে সাব্রুম শহরে খাবার পানির সংকট মেটাতে লো-লিপট পাম্প স্থাপনের সিন্ধান্ত নেয়া হয় ।পরে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে সমঝোতা স্বারকে সই করে দুই দেশ।

এদিকে ভারত সরকার ফেনী নদীর ৩৬ টি অংশে বৈদ্যুতিক পাম্প মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে আশির দশক থেকে অবৈধভাবে এক তরফা পানি তুলে নিচ্ছে। ফেনী নদী থেকে এক তরফা পানি উত্তোলনের ফলে শুস্ক মৌসমে পার্বত্য অঞ্চলের মাটিরাঙা, রামগড় সহ মুহুরী প্রজেক্টে পানির স্থর নিচে নেমে যাওয়ায় কৃষকের চাষাবাদে ব্যাপক বিগ্ন ঘটছে। তাই স্থানীয় বিশ্লেষকরা বলছেন, ফেনী নদীতে অবৈধ ৩৬টি পাম্প মেশিনে উত্তোলনকৃত পানির স্থায়ী সমাধান ছাড়া নতুন করে নদীতে কুপ খনক করে ১ দশমিক ৮২ কিউসেক পানি উত্তলনে মঙ্গল জনক নয়।

পরিদর্শন দলে অন্যান্যদেরমধ্য বাংলাদেশ দলে যৌথ নদী কমিশন সদস্য মোঃ মাহামুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চট্টগ্রাম পাওয়ার সার্কেল শিবেন্দু খাস্তগীর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-১ অনুবিভাগ সুবর্ণা শামীম, পানি সম্পদ মন্ত্রণালয় উপসচিব পরিকল্পনা-৬ এস এম সরোয়ার কামাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তত্ত্বাবধায়ক প্রকৌশলী জীবন কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক ও সীমান্ত নদী তীর সংরক্ষন ও উন্নয়ন নব কুমার চৌধুরী, রামগড় (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল মাযহার, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত এবং ভারতীয় প্রতিনিধি দলে চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ডাবলু আর গভট অফ ত্রিপুরা, ইঞ্জিনিয়ার মহিতোষ দাস, কমান্ডিং অফিসার ৯৬ ব্যাটালিয়ন বিএসএফ অধিনায়ক শ্রী নরেশ কুমার বাকফা সাউথ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button