Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

ফটিকছড়িতে  সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক , ফটিকছড়ি,চট্টগ্রাম : জেলার ফটিকছড়ির ভূজপুরে নসিমন ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে  ইমাম হোসেন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সড়ক দুর্ঘটনায় নিহত ইমাম হোসেন ভূজপুর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের কৈয়া এলাকার মোঃ ইসলামের পুত্র।

নিহতের পিতা ইসলাম জানান, ছেলে বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করছিল, নসিমন গাড়ি ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ব্যাপারে ভূজপুর থানার  ওসি হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button